ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৭:০৪, ২৭ এপ্রিল ২০২৫

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) নির্মমভাবে ধর্ষণের অভিযোগে একজন সিএনজি চালক এবং ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

ধর্ষণের মূল অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন, পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। সহায়তাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া এনামুল হোসেন বাচ্চু একই ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় সর্দার পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার প্রতিবন্ধী মেয়েটি বৃহস্পতিবার দুপুরে ঘরের পেছন দিয়ে ডেকে নেয় জাহাঙ্গীর। পরে গ্রামের গার্ড বাড়ির এক নির্জন বাগানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। মেয়ে কান্নাকাটি করে বাড়ি ফিরে ঘটনা খুলে বললে, মা দ্রুত স্থানীয় সর্দার-মাতবরদের জানালে তারা বিচার চেয়ে আকুতি জানান।

কিন্তু ন্যায়বিচারের বদলে স্থানীয় মাতবররা শুক্রবার সকালে গ্রাম্য চায়ের দোকানে সালিস বসিয়ে ধর্ষকের শাস্তি হিসেবে মাত্র ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং প্রকাশ্যে তাকে কান ধরে উঠবস করান — যা ভুক্তভোগী পরিবারকে আরও অপমানিত করে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিএনজি চালক জাহাঙ্গীর হোসেন এবং সালিস বৈঠক করে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রাম সর্দার এনামুল হোসেন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম.কে.

×