ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

না’গঞ্জে সাত খুন মামলার ১১ বছর আজ

‘কেন এই বিচার ঝুলে আছে তা আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই’

মো. খলিলুর রহমান, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:২২, ২৭ এপ্রিল ২০২৫

‘কেন এই বিচার ঝুলে আছে তা আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই’

সারাদেশে বহুল আলোচিত সাত খুন মামলা

সারাদেশে বহুল আলোচিত সাত খুন মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দীর্ঘ আট বছর ধরে ঝুলে আছে। নিহতদের স্বজনদের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে মামলার শুনানি হচ্ছে না। যে কারণে নি¤œ আদালতে ও উচ্চ আদালতে বিচার সম্পন্ন হওয়ার পরও আসামিদের রায় কার্যকর করা যাচ্ছে না। নি¤œ আদালতে রায়ের পর উচ্চ আদালতে ১৫ জনের মৃত্যুদ- বহাল রেখে ও ১১ জনকে যাবজ্জীবন ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

দীর্ঘ ১১ বছরেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন নিহতদের স্বজনরা। তাদের দাবি সরকারের কাছে আমাদের আর কোন চাওয়া-পাওয়া নেই। শুধু  জীবদ্দশায় সাত খুনের আসামিদের বিচার শেষে রায় কার্যকর দেখে যেতে চাই। আজ রবিবার আলোচিত এ সাত খুন মামলাটি ১১ বছর পূর্ণ হয়েছে। দ্রুত এ রায় কার্যকর করার দাবিতে নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন।

জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের লামাপাড়া এলাকায় র‌্যাব-১১ তৎকালীন সিও লে. কর্নেল তারেক সাঈদের নির্দেশে কথিত চেকপোস্ট বসিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে এবং ঘটনাটির প্রত্যক্ষদর্শী আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালকসহ মোট সাতজনকে অপহরণ করে র‌্যাব সদস্যরা। ওই দিনই সাতজনকে নৃশংসভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীর মোহনায় ফেলে দেয়। 
পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে নজরুল ইসলামসহ ৬ জন ও পরদিন ১ মে একজনের লাশ ভেসে উঠলে পুলিশ একে একে সাতটি লাশই উদ্ধার করে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো নারায়ণগঞ্জসহ সমগ্র বাংলাদেশ। পরবর্তীতে র‌্যাব-১১-এর লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লে কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত করা হয়। গ্রেপ্তার করা হয় মামলার প্রধান মাস্টারমাইন্ড নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিল নূর হোসেনসহ সংশ্লিষ্ট আসামিদের।

দীর্ঘ ১১ বছরে বিচারকার্য শেষ না হওয়া ও দ্রুত বিচার সম্পন্ন করে রায় কার্যকর করার দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মানববন্ধন করেছেন নিহতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। নিহত প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, কোন এক অদৃশ্য শক্তির ইশারায় দীর্ঘ আট বছর ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি শুনানির জন্য ঝুলে আছে। কেন এই বিচার ঝুলে আছে তা আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই।

×