
মাংস বিক্রির উদ্দেশ্যে কুকুর পালন করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার বাবুর্চি রফিকুল ইসলামের স্ত্রী মাইসা বেগমের বিরুদ্ধে।
গ্রামের উঠানওয়ালা বাড়ি হলেও সরজমিনে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরের ভেতর বেশ কয়েকটি দেশি কুকুর পালন করছেন বাবুর্চির স্ত্রী অভিযুক্ত মাইসা বেগম। স্থানীয়দের করা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের ওপর চটেও যান তিনি।
স্থানীয়দের অভিযোগ সবার আপত্তি সত্ত্বেও দেশি কুকুরগুলো ঘরে বন্ধ করে লালন পালন করছেন মাইসা বেগম। এমনকি বাচ্চা হওয়ার পর কুকুরগুলো একটু বড় হলেই সেগুলোর আর খোঁজ পাওয়া যায় না বলেও জানান তারা।
এমতাবস্থায় প্রতিবেশীদের ধারণা কুকুরের মাংস জবাই করে খাবার হোটেলে সেগুলো বিক্রি করেন বাবুর্চির রফিকুল ইসলাম আর কুকুরের যোগান দেন তার স্ত্রী মাইসা বেগম।
অভিযোগের ভিত্তিতে সরজমিনে অভিযুক্তের বাড়ি পরিদর্শন করেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহীন মিয়া।
তিনি জানান, দেশি প্রজাতির কোন কুকুর বদ্ধ ঘরে আটকে লালন পালন করার কোন অনুমতি নেই। তবে মাংস বিক্রির উদ্দেশ্যেই সেই কুকুরগুলো পালন করা হয় কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নন তিনি।
সজিব