
ছবি: প্রতিকী
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ফের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুবাইর নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ) রাত সাড়ে ৮টার দিকে চাকঢালা বিওপির কাছাকাছি ৪৪ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে এই ঘটনা ঘটে। আহত জুবাইর চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের পর খবর পেয়ে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষ ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি।
রহিম/রবিউল