
হৃদরোগ আক্রান্ত শিশুর চিকিৎসায় তারেক রহমানের পক্ষে মানবিক সহায়তা করেছেন ব্যারিস্টার মীর হেলাল।
চট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত মাত্র ৮ বছরের শিশু অত্রি দাশ দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে এবং এই জটিলতা নিরসনে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। আর ওই চিকিৎসার খরচ আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা। কিন্তু শিশুটির বাবা নিতাই দাশ একজন সাধারণ মানুষ, যার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।
অত্রি দাশের অসুস্থতার হৃদয়বিদারক খবর জানার পর মানবিক সহায়তায় এগিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সহায়তা পেয়ে শিশুটির বাবা জানান, "ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা মীর হেলাল সমাজের সামনে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।"
আজ অত্রি দাশকে দেখতে গিয়ে সহযোগিতার নগদ অর্থ দেন তার পিতার হাতে তুলে দেন চকবাজার থানা যুবদলের সংগঠক এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি বাপ্পী দে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, প্রান্ত বসাক, জীবন মিত্র রাজ, রানা, ফরহাদুল ইসলাম তারেক এবং স্বেচ্ছাসেবকদল নেতা আমির খসরু রাজু।
সাবেক ছাত্রনেতা বাপ্পী দে বলেন,“এটাই হওয়া উচিত একজন সত্যিকারের রাজনৈতিক নেতার মানবিক চেহারা। আমি মনে করি শিশুর জীবন রক্ষায় আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ধর্ম কিংবা পরিচয় নয়—প্রথমেই আমরা মানুষ।”
বিএনপির পক্ষ থেকে শিশু অত্রি দাশের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে এবং যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
রাজু