ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে দরিদ্র নারীদের বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৩১, ২৬ এপ্রিল ২০২৫

ফরিদপুরে দরিদ্র নারীদের বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের মানব সেবায় অগ্রদূত রোটারি ক্লাব অব ফরিদপুর, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এর আয়োজনে এবং গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আজ (২৬ শে এপ্রিল) শনিবার সকাল হতে সারাদিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভায়া আউট ডোরে এ ভায়া মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে ফরিদপুরের অসহায় ৩০ বছর বয়সের ঊর্ধ্বে ৭০ জন বিবাহিত নারীকে বিনা মূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা সেবা দেওয়া হয়।


ভায়া মেডিক্যাল ক্যাম্প এ উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিক্যাল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাঃ দিলরুবা জেবা, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ হুমায়ুন কবির, রেসিডেন্সন সার্জন গাইনি বিভাগ ডাঃ সাবরিন আক্তার, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আফিসা সুলতানা, সেইভ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটাঃ পিপি মেজর খন্দকার বদরুল হাসান (অবঃ) এর নেতৃত্বে ক্যান্সার বিশেষজ্ঞ রোটাঃ ডাঃ সাবেরা খাতুন, রোটাঃ ডাঃ সিতারুন নাহার উপস্থিত ছিলেন।


রোটারি ক্লাব অব ফরিদপুর এর প্রেসিডেন্ট রোটাঃ এ্যাড. অলোকেশ রায় এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটাঃ এ্যাড. গোলাম মুনসুর নান্নু, ট্রেজারার রোটাঃ মোঃ আবুল কালাম শেখ, সাবেক প্রেসিডেন্ট রোটাঃ পিপি ডাঃ মোঃ এনামুল হক, রোটাঃ পিপি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, রোটাঃ পিপি এ্যাড. মোঃ আলমগীর কবির ভূইয়া, রোটাঃ পিপি এ্যাড. তুষার কুমার দত্ত, রোটাঃ পিপি কাজী মাহমুদুল হাসান মন্টু, ব্রাক এর ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জামির আলী প্রমুখ।

রবিউল হাসান

×