ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২২:৪৮, ২৬ এপ্রিল ২০২৫

কুমিল্লায় একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা — তা নিয়ে তদন্ত চলছে। তবে নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, তাদের কৌশলে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন — ওই গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) এবং তাদের তিন বছরের ছেলে আব্দুল্লাহ।

নিহত রাবেয়া বেগমের বাবা ইদ্রিস মিয়া সাংবাদিকদের জানান, আমার মেয়ের পা দুটো মাটিতে লেগে ছিল। পুরো দৃশ্য দেখে স্পষ্ট মনে হয়েছে — মা-ছেলেকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা বসতঘরের আড়ার মধ্যে মা ও ছেলেকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এসএফ

×