
ছবি: জনকণ্ঠ
ঢাকা-বগুড়া মহাসড়কের মহাস্থান ওভারব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বেদখল হওয়া বিপুল পরিমাণ জমি আজ শনিবার যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদিক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার তানজামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল মহাস্থান ওভারব্রিজের নিচে অবৈধ মাছ বাজার, তরমুজের আড়ত ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, শনিবার বেলা ২টার মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। যদিও অনেকেই নির্দেশনা মান্য করে স্থাপনা সরিয়ে নেয়, তবে কিছু দখলদার গড়িমসি করে ও স্থানীয় রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার বেলা সাড়ে ৩টায় সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের যৌথবাহিনী অভিযান চালিয়ে বেদখল হওয়া জমি উদ্ধার করে।
এ সময় সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী পাঁচজন অবৈধ দোকানদারের কাছ থেকে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধার করা হয় মহাসড়কের পাশে সওজের কয়েক একর জমি এবং মহাস্থান বাজারের পূর্বদিকে মহাসড়ক নির্মাণের সময় নির্মিত ড্রেনের উপর অবৈধ দখলদারদের গড়ে ওঠা স্থাপনা। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার তানজামুল হক এবং সেনা বাহিনীর ক্যাপ্টেন সাদিক ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে মহাস্থানের সওজের এই জায়গা উদ্ধার করা হয়।
এর আগে সওজের উদ্যোগে ওইসব জমিতে সিমেন্টের পিলার ও কাঁটাতারের বেড়া দেওয়া হলেও গত বছর আগস্টের পর স্থানীয় সন্ত্রাসী চক্রের ছত্রছায়ায় শত শত দোকান গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এসব অবৈধ দোকান বসানো হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহর নেতৃত্বে মহাস্থান হাটসহ আশেপাশের সরকারি সম্পত্তি বেহাত হয়। এমপি পুত্র হুসাইন শরিফ সঞ্চয়, শ্যালক ফিরোজ আহম্মেদ রিজু ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের প্রত্যক্ষ মদদে হাটের ভিতর সরকারি জায়গা দখল করে প্রায় আড়াইশটি পাকা দোকান নির্মাণ করা হয় সরকারি অনুমোদন ছাড়াই।
দুর্নীতির মাধ্যমে বরাদ্দ পাওয়া এসব দোকানের কারণে হাটে জায়গা সংকুচিত হয়ে পড়ে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধ্য হয়ে সওজের জমি দখল করে দোকান বসায়। আজকের উচ্ছেদ অভিযানে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির মুখে পড়লেও সরকারি জমি উদ্ধার হওয়ায় স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন।
রবিউল হাসান