
নিম্নমানের ইট-খোয়া দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ
নিম্নমানের ইট-খোয়া দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজে বাধা দেয় এলাকাবাসী। বাধার মুখে দ্রুত পালিয়ে যায় ঠিকাদার। এ ঘটনায় উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, ইট-খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি সড়ক নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৩৭ লাখ টাকা। চুক্তি মোতাবেক এ বছরের জুনে নির্মাণ কাজ সমাপ্ত করার কথা রয়েছে।
এদিকে এই সড়কটিতে নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় অল্পদিনেই রাস্তাটি আরও বেশি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জামাল মোল্লার মার্কেটের সামনে থেকে হামিদ মৃধার হাট লালচানের দোকান পর্যন্ত ১৪১৫ মিটার রিহ্যাব বা পুনর্বাসন পাকাকরণের কাজ পান মেসার্স লুপিং এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তায় ইটভাঁটির রাবিশ, দুই ও তিন নম্বর ইট রাস্তায় দেওয়া হয়েছে। খোয়ার মান নিয়ে স্থানীয়রা অভিযোগ তুললেও কর্ণপাত করেনি ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রীসহ নি¤œমানের ইট-খোয়া ব্যবহার করছে। মেসার্স লুপিং এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আশরাফুল হাকিম। তবে তিনি কাজটি না করে ঠিকাদার হাসান এর কাছে বিক্রি করে দেন।
এলাকার বাসিন্দা বিল্লাল মৃধা বলেন, এখানে রাস্তার কাজে যে সকল ইট বা খোয়া এনেছে সব দুই নম্বর ও ভুসি মাল। তিনি আরও বলেন, ৬ ইঞ্চি করে খোয়া ফেলানোর কথা। ৬ ইঞ্চি খোয়া না দিলে আমরা আবারও রাস্তার কাজ বন্ধ করে দেব। তারা এখন দিচ্ছে ৫ ইঞ্চি। ঠিকাদার হাসান-এর ম্যানেজার কামরুল নিউজ না করার জন্য সাংবাদিককে অর্থনৈতিক সুবিধা দিতে চায়। তিনি বলেন, আপনি গেছেন সেই হিসেবে আপনার একটি পারিশ্রমিক দেব।
আপনি এলাকাবাসীর দিকেও একটু খেয়াল রাইখেন। এটা নিয়ে কেউ যেন কোন ঘাঁটাঘাঁটি না করে। খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল জানান, আমরা সংবাদ পাই রাস্তায় নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তায় নি¤œমানের কাজ দেখে কাজ বন্ধ করার নির্দেশ দেই। ইট-খোয়াগুলো ল্যাবটেস্টের জন্য সরাসরি সিলগালা করে মান-নিয়ন্ত্রণ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেই।