ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে ৩৩ ভাগ বোরো ধান কাটা শেষ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ২৬ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে ৩৩ ভাগ বোরো ধান কাটা শেষ

জেলায় আবাদ করা বোরোর ৩৩ ভাগ ধান কেটে ঘরে তোলা হয়েছে

হবিগঞ্জ জেলায় আবাদ করা বোরোর ৩৩ ভাগ ধান কেটে ঘরে তোলা হয়েছে। জুনের প্রথম সপ্তাহেই শতভাগ ধান কাটা শেষ হবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।
জেলা কৃষি বিভাগ জানায়- এবার বোরো মৌসুমে জেলায় ১ লাখ ২৩ হাজার ৮৮৪ হেক্টর জমিতে ৩ ধরনের বোরো ধান আবাদ হয়েছে। তার মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর হাইব্রিড, উফশী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের  ৫০ হেক্টর জমিতে। হাইব্রিড জাতের হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফশীতে ৬ দশমিক ৯৩ টন ও স্থানীয় জাত প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী বোরো থেকে হবিগঞ্জে ৫ লাখ ২৬ হাজার ৩৪৯ টন চাল উৎপাদন হওয়ার কথা। ধানের হিসাবে গেলে তা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনে।
শনিবার সকাল পর্যন্ত মোট জমির ৪০ হাজার ৬৪৫ হেক্টর (৩৩ শতাংশ) কাটা হয়েছে। এসব জমি থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৭৩ টন ধান উৎপন্ন হয়েছে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান বলেন- এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। স্থানীয় ৩০ হাজার শ্রমিকসহ বাইরের জেলা থেকে আরও প্রায় ১০ হাজার শ্রমিক, ৪৫৮টি সচল কম্বাইন্ড হারভেস্টার এবং ১৪২টি সচল রিপারের মাধ্যমে ধান কাটা হচ্ছে। ৭০ থেকে ৮০ ভাগ ধান পাকলেই কেটে ফেলতে কৃষকদের বলা হয়েছে।

×