ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি: সেনা সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২২:১০, ২৬ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি: সেনা সদস্য গুলিবিদ্ধ

ছবি: জনকণ্ঠ

২৬ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে গাউছিয়া স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামে সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্ট্যান্ডের মেখল রোডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাতে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় চার জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানদার রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে ছোট ভাই, সেনা কর্মকর্তা সায়েম। বাসা থেকে দৌড়ে দোকানে আসামাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে, ১৯ এপ্রিল (শনিবার) গভীর রাতে উপজেলার ধলই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।

ইউনুস/রবিউল

×