ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা মহসিন হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ২৬ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা মহসিন হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি

ছবি: শায়েস্তাগঞ্জে মানববন্ধনে বক্তারা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সহীদ, প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ ইয়াসির খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সুমন, নিহতের চাচা  আব্দুল মতিন, ভাই জসিম আহমেদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুস ছালাম, মেম্বার মোঃ খলিল মিয়া, বিএনপি নেতা আব্দুল কাইয়ূম তালুকদার সেলিম, মনিরুল হক তালুকদার রানা, সানাউল হক তালুকদার, জুনায়েদ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া, সমাজসেবক ইব্রাহিম মিয়া প্রমুখ।


উপজেলা বিএনপি ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ সভায় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ মহসিন আহমেদকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় তিন মাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত আসামীদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটা মেনে নেওয়া যায় না। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তারা কেউ এ হত্যার দায় স্বীকার করেনি। তাই আর বিলম্ব না করে, সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


উল্লেখ্য ২ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে জেলার শায়েস্তাগঞ্জ থানার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদলের হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন উপজেলার নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে মোঃ মহসিন আহমেদ। পরে পুলিশ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামুন/রবিউল

×