
ছবি: সংগৃহীত
ঢাকার ১৬০ বছর পুরনো ঐতিহ্যবাহী মিষ্টান্ন দোকান আলাউদ্দিন সুইট মিট এর ভুয়া মালিক মারুফ আহমেদ বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই আদেশ দেন।
১৬০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি এক যুগের বেশি সময় ধরে ভোগ দখলে রেখেছে স্বঘোষিত মালিক মারুফ আহমেদ। আলাউদ্দিন সুইট মিট এর প্রকৃত মালিক থেকে প্রতিষ্ঠানটি দখল করতে বিভিন্ন অবৈধ কৌশল অবলম্বনসহ ভুয়া চেক স্বাক্ষর করে হয়রানি মূলক মামলা, মিথ্যা মামলা, বিভিন্ন জাল জালিয়াত আশ্রয় নেয় এই মারুফ আহমেদ। বিভিন্ন সময় মারুফ আহমেদের করা মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে ও বাদীর অনুপস্থিতিতে কোর্টের আদেশে সে মামলায় খালাস প্রকৃত মালিকের পরিবার। সর্বশেষ সিআইডিতে তদন্তাধীন চেক জালিয়াতির মামলায় সিআইডির দেয়া ফরেনসিক রিপোর্টে মারুফ আহমেদের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট প্রমাণ হয় এবং পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে মারুফ আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে আদালত।
আদালতের আদেশ অনুযায়ী আসামির সর্বশেষ অবস্থান জানতে কথা হয়, চকবাজার থানার ওসি তদন্ত সাথে, তিনি জানান আসামির সর্বশেষ অবস্থা তার বাসায় পাওয়া গেলেও সেখানে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে সর্বাত্মক প্রচেষ্টা করছে পুলিশ।
মূলত পুরান ঢাকার অবৈধ ভোগ দখলেবাজদের সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের ক্যাশিয়ার আলাউদ্দিন সুইটমিটের বর্তমান মালিক দাবি করা এই মারুফ আহমেদ পুলিশের হাত থেকে বেঁচতে রয়েছে আত্মগোপনে।
আসিফ