
মুকসুদপুর উপজেলার নয়াদিঘীরপাড়ের ‘মায়ের দোয়া মৎস খামারে’ ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে মুকসুদপুরের কালিদাহ পাড় বাজারে নয়াদিঘীরপাড় এলাকার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো: বাচ্চু শেখ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কার, যুগ্ম আহ্বায়ক মো: দেলোয়ার ফকির এবং উপজেলা মৎসজীবি দলের আহ্বায়ক মো: মাহমুদ খান রাজু।
এ সময় বক্তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, ২৪ এপ্রিল দিবাগত রাতে শাহজাহানের ৮ একর আয়তনের মাছের ঘেরে দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলে, যার ফলে তিনি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রাজু