
পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হরিণঘাটা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলারের মধ্য থেকে ৯০ কেজি মাংস জব্দ করা হয়। কোস্ট গার্ড ও বন বিভাগ ঘটনার সত্যতা স্বীকার করেন। পাথরঘাটায় কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ করা হয়।
প্যানেল