ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে কৃষকদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:২৮, ২৬ এপ্রিল ২০২৫

বাগেরহাটে কৃষকদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েলের নেতৃত্বে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষক দলের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা সাবেক সভাপতি ও জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, হামলায় আহত সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান, ষাট গম্বুজ ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রিপন। এছাড়া অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আলমগীর হোসেন, মুস্তাইন বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, শেখ মোহাম্মদ রাসেল, চাকলাদার আসিবুর রহমান, মোল্লা সালাউদ্দিন, আব্দুস সালাম মেম্বারসহ সদর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেও রফিকুল হোসেন স্বৈরাচারীদের সাথে আপোষ করেননি। যারা দলের দুর্দিনে বিদেশে আরাম আয়েশী জীবন কাটিয়েছে এখন তারা স্বৈরাচারের দোষরদের নিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। এদের দিয়ে ফকির তারিকুল ইসলাম বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্পূর্ণ কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে। সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলীয় নেতা কর্মীরা। 
বক্তারা আরও বলেন, ফকির তারিকুল ইসলাম ও আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী হাওলাদার রফিকুল ইসলামকে হামলা করে তার হাত ভেঙ্গে দিয়েছে। তাই দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানার বক্তারা।

 

রাজু

×