
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে আখাউড়া পৌরসভার বাইপাস সড়ক এলাকা থেকে কৃষি জমির মাটি পরিবহনকালে একটি ট্রাক্টর আটক করা হয়। এ সময় ট্রাক্টরের মালিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মো. আনিস (২৪) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে মো. জিদান (২৫) কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শুক্রবার রাতে টানমন্দাইল এলাকা থেকে তার ব্যবহৃত ভেকু আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশেদুল ইসলাম জানান, কৃষি জমির মাটি কাটা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
রাজু