
কুমিল্লায় নাঙ্গলকোটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মীর কাসেম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেন। সে বক্সগঞ্জ ইউপির আলিয়ারা গ্রামের মৃত মীর আহম্মেদের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজা, তিন বোতল হুইসকি, ৭ বোতল বোটকা, ১৫ বোতল বিয়ার, ৪ বোতল বিয়ার ক্যান সহ ২টি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আরো একাধিক মামল রয়েছে। এই ব্যাপারে নাঙ্গলকোট থানার পুলিশ উপপরিদর্শক ওবাযদুল হক বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ,কে ফজলুল হক বলেন নাঙ্গলকোট থানায় একটি মাদকের নিয়মিত মামলা হয় এবং আসামি কে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
যৌথবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।