ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা

প্রকাশিত: ২০:২৬, ২৬ এপ্রিল ২০২৫

আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তারা কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে অংশ নেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে তারা শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় দেশের মধ্যাঞ্চলের বৃহত্তম ও প্রাচীন আড়িয়াল বিল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে উপদেষ্টারা কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিল সংলগ্ন খালগুলো পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। এজন্য এলাকায় চেকপোস্ট স্থাপন করা হবে।"

তিনি আরও জানান, কৃষকদের শাকসবজি সংরক্ষণের সুবিধার্থে আড়িয়াল বিলে দুটি হিমাগার নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, "যেখানেই সরকারি প্রকল্প, সেখানেই দুর্নীতির ঝুঁকি থাকে। দুর্নীতি বন্ধ হলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।"

এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ

×