
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতে মুখ চেপে কিশোরী শালীকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে শালীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই উপজেলার ছলিমাবাদ গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে করিম মিয়া (শান্ত) (২৫) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।
ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ভুক্তভোগীর বাবা জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে শুক্রবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে ধর্ষক করিমকে আটক করে আজকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ধর্ষণের স্বীকার মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর (১২) পিতা আক্কাস মিয়া তার নিজের বড় মেয়ে খাদিজার স্বামী অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ভিকটিমকে কিশোরীকে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাদী আক্কাস মিয়া ও থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) প্রকারান্তরে ২৫ এপ্রিল গভীর রাতে ধর্ষণের স্বীকার কিশোরী, তার গর্ভবতী বড়বোন খাদিজা ও দুলাভাই করিম একই বিছানায় ঘুমায়। ওই দিন রাত ১ টার দিকে ভুক্তভোগীর বড় বোন ঘুমিয়ে পড়লে আসামি করিম (শান্ত) তার শালীকে ওড়না দিয়ে মুখ চেপে ধর্ষণ করেন।
পরবর্তীতে ধর্ষণের বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে ভুক্তভোগী কিশোরীর পিতা শুক্রবার গভীর রাতে জামাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেন।
উল্লেখ্য, বড়বোন গর্ভবতী হওয়ায় ভিকটিম ছোটবোনকে দেখাশোনা করার জন্য আনা হয়েছিল।
এই বিষয়ে ভূক্তভোগীর বাবা বলেন, করিম আমার জামাই হলেও সে জঘন্য অপরাধ করেছে তার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যাতে ভবিষৎতে কেউ আর এমন কোন কিছু করার সাহস না পায় আর কোন বাবাকেই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।
আসিফ