ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০ 

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:৫২, ২৬ এপ্রিল ২০২৫

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০ 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কের দাদুর হাট বাজার সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। 

২৬ এপ্রিল দুপুর ১ টায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কিংস যাত্রী নিয়ে বাউফল যাচ্ছিল। পরিবহনটি বাকেরগঞ্জ দাদুর হাট সংলগ্ন নয় রাস্তার মোড়ে পৌছলে মহাসড়কের পাশে বাড়ি থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে সড়কের মধ্যে আসলে পরিবহন চালক মোটরসাইকেলটি বাঁচাতে তার পরিবহন থামানোর চেষ্টা করেন। এ সময় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। যাত্রীবাহী পরিবহনটি দুমড়ে মুচরে যায়। এ সময় পরিবহনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠায়। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: সফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি জব্দ করেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা। 

 

রাজু

×