
ছবি: জনকণ্ঠ
বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, স্থানীয় জেলেরা মাছ ধরতে আন্ধারমানিক নদীতে যাচ্ছিলেন। এসময় নদীর তীরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত উদ্ধার করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল বলেন, খবর পেয়ে আন্ধারমানিক নদীর তীর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শহীদ