ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিয়ের কনে দেখতে এসে হামলা, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না প্রবাসী

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:০৮, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:১২, ২৬ এপ্রিল ২০২৫

বিয়ের কনে দেখতে এসে হামলা, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না প্রবাসী

ছবি: সংগৃহীত।

রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী আল আমিনের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও কাজিরহাট নৌ-পুলিশ যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আল আমিন পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে।

জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আল আমিন তার মামা লিটন ও বোন আকলিমাকে নিয়ে ঢালারচরের মেয়ে দেখতে যান। পরে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজার এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে শাহ আলী, রবিউল, ঠান্ডু, জুয়েল ফকির, সেলিমসহ আরও ৭-৮ জন সন্ত্রাসী মোটর সাইকেলযোগে তার গতিরোধ করে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। প্রাণ রক্ষার্থে আল আমিন পাশের পদ্মার শাখা নদীতে ঝাঁপ দেন, তবে সাঁতরে উঠতে না পেরে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজিরহাট নৌ-পুলিশ স্পিডবোট ও ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান চালায়। শনিবার দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

সায়মা ইসলাম

×