
ছবি সংগৃহীত
হজ যাত্রাকে সহজ ও সুন্দর করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের বাস টার্মিনাল সংলগ্ন হাউজিং এস্টেট এলাকার তাকওয়া অতিথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক হজ যাত্রী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হজ যাত্রীদের আত্মীয়-স্বজনরাও। নারীদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।
সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণে হজ, উমরা ও জিয়ারত বিষয়ক গুরুত্বপূর্ণ মাসলা-মাসায়েল এবং নিয়ম-কানুন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষক সুলতান মোহাম্মদ শামসুজ্জামান বলেন, "একজন হজ যাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালনে যান। অথচ সঠিক নিয়ম-কানুন জানা না থাকায় অনেক সময় সমস্যার সম্মুখীন হন। প্রশিক্ষণের মাধ্যমে নিয়ম-কানুন জানা থাকলে হজ পালন অনেক সহজ হয়।"
তিনি আরও সতর্ক করে বলেন, মক্কায় প্রচণ্ড গরম থাকে, তাই মসজিদে হারাম এলাকায় শীতল (কোল্ড) ও সাধারণ (নট কোল্ড) পানি থাকে—সতর্কতার সঙ্গে নট কোল্ড পানি পান করার পরামর্শও দেন তিনি।
প্রশিক্ষণ শেষে তাকওয়া অতিথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ তোহা আলম, হাজী মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমিন, সাংবাদিক হারুনুর রশীদ, আল মামুন, শফিকুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষ করা হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল-হজ নির্দেশিকা, ট্রাভেলিং টলি ব্যাগ, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, হাওয়া বালিশ ও কাংকরের ব্যাগ।
আশিক