
রাঙ্গামাটি-চট্টগ্রাম হাইওয়ে সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়ার আমতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দু’জন মারা গেছেন বলে তিনি শুনেছেন বলে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাবেন বলে বলেছেন। তিনি আর কিছু জানাতে পারেননি বলে জানান।
বেতবুনিয়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছে বলে জানা গেছে। নিহত ও আহতদের তৎক্ষণাৎ নাম পরিচয় পাওয়া যায়নি।
আফরোজা