
ছবি: সংগৃহীত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে দীর্ঘ বছর পর বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন চলছে।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই মাহিলারা এএন মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ব্যবসায়ী ভোটারগণ, প্রার্থী ও তাদের সমর্থক, উৎসুক জনতা, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।
দীর্ঘদিন পর সরাসরি ভোটাধিকারের মাধ্যমে বাজার পরিচালনা কমিটির নির্বাচন করতে পারায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
একাধিক ভোটাররা জানিয়েছেন, বাজার নির্বাচনে ভোটের এমন পরিবেশ আগে কখনো দেখিনি। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ব্যবসায়ীরা ব্যাপক খুশি।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও মাহিলাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল তিনটা পর্যন্ত। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে সভাপতি পদে পাঁচজন, সহসভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে চারজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ চলছে।
এছাড়া পাঁচটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। বাজারের ৪০২ জন বৈধ ভোটার সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। ভোটগ্রহণ শেষে বিকেলের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
খোকন আহম্মেদ হীরা/ফারুক