ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পটিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে মালামাল লুট, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত ৪

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১২:৫৮, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৫৯, ২৬ এপ্রিল ২০২৫

পটিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে মালামাল লুট, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত ৪

চট্টগ্রামের পটিয়ায় এবার প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত চক্র ঘরের ছাদ দিয়ে প্রবেশ করে নগদ ৭০-৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ, মোবাইল ফোন
৫টি ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত
হয়েছেন প্রবাসী নেজাম উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৪৫), জামাল উদ্দিন (৩৮)
ও ওই পরিবারের এক অন্তঃসত্ত্বা নারী।

আহতদের মধ্যে নেজাম ও জসিম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তারান শরীফের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা ধরে চলে ডাকাত দলের তাণ্ডব।

জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের তারান শরীফ ৭নং ওয়ার্ডে একটি নতুন বাড়ি করেন। ওই পরিবারে দুই সহোদর প্রবাসী। শুক্রবার গভীর রাতে ডাকাতদল প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সকলকে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতি করে। ঘরের মালামাল লুট ছাড়াও ডাকাতদল ঘরে থাকা বিভিন্ন খাবারও খেয়ে উল্লাস করে। পরে তারা নিজেদের পোষাক পরির্তন করে গন্তব্যে ফিরে যান। যাওয়ার সময় একটি মোটরসাইকেল ঘরের মূল ফটক দিয়ে বের করে নিয়ে যায়। ডাকাতরা ফিরে গেলে পরিবারের লোকজন একে অপরের হাত-পা খুলে দেন। পরে ঘরে রক্ষিত একটি মোবাইলের মাধ্যমে প্রতিবেশীদের জানানো হয়।

ডাকাতের হামলার শিকার প্রবাসী নেজাম উদ্দিন জানান, অস্ত্রধারী ডাকাতরা রাত ৩টার দিকে তাদের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের সকলের মোবাইল নিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর পর স্বর্ণালংকার, নগদ টাকা ও চলে যাওয়ার সময় একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় তারা বলেন, প্রবাস থেকে তুমি এসেছো তা আমাদের জানানো হয়েছে। স্বর্ণালংকার, নগদ টাকা তোমার কাছে আছে বলে আমাদেরকে জানানো হয়।

ধলঘাট ইউনিয়ন পরিষদের দফাদার বিকাশ দাশ জানিয়েছেন, ডাকাতদল প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তঃসত্ত্বা এক নারীসহ ৪ জনকে মারধর করেন এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তারেকুল ইসলাম
আহতদের চিকিৎসা দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, এর আগে উপজেলার ভাটিখাইন ও হাইদগাঁও গ্রামে গণ-ডাকাতি হয়।

আবীর

আরো পড়ুন  

×