
চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের কার্যক্রম শুরু করছে ডাক বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৫ জেলায় ২৪ ঘণ্টায় এবং ২১ জেলায় ৪৮ ঘণ্টায় আম পরিবহনের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ডাক বিভাগ। এতে আমের অনলাইন ভিত্তিক ক্রেতা বিক্রেতারা সুবিধা পাবেন বলে আশা ব্যবসায়ীদের। গ্রাহক সেবা নিশ্চিত করতে পারলে দীর্ঘদিন ধরে চলা বেসরকারি কুরিয়ার ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমার আশা তাদের।
ঢাকাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২৫ জেলায় ২৪ ঘণ্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেটসহ ২১ জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম গ্রাহকের কাছে পৌঁছবে।
ডাক বিভাগ জানিয়েছে, ২০১৮ সালের ৩ জুন চালু হওয়া স্পিড পোস্ট সেবার আওতায় এই সুবিধা দেওয়া হবে। এ জন্য প্রথম ১০ কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য খরচ পড়বে ৫ টাকা করে।
ডাক বিভাগের এই ঘোষণায় অনলাইন ভিত্তিক আম ব্যবসায়ীরা কম খরচে গ্রাহকের কাছে পাঠাতে পারবেন পণ্য। এ নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন তারা। গ্রাহক ভিত্তিক আম পাঠানোর ক্ষেত্রে বেসরকারি কুরিয়ার সার্ভিস গুলোর একচেটিয়া দৌরাত্ম্য ডাক বিভাগের সেবার মাধ্যমে একতরফা রাজত্ব কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এ নিয়ে অনলাইন আম ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, ডাক বিভাগ যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। আরেক ব্যবসায়ী বারিউল ইসলাম বলেন, ডাক বিভাগ যদি তাদের জনবল এবং পরিবহণ বাড়ায় এবং সময়মত যদি তারা সার্ভিস দিতে পারে তাহলে তাদের তাদের কাক্সিক্ষত আশানুরূপ ফল পাবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সারোয়ার জাহান জানান, আমাদের ডাক বিভাগের মাধ্যমে যদি আম প্রেরণ করে তাহলে কৃষকরা লাভবান হবেন এবং ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পণ্য পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন হয় আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
মুমু