ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

নারীর বস্তাবন্দি পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ২৬ এপ্রিল ২০২৫

নারীর বস্তাবন্দি পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লি এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তার ভেতর হাত, পা ও মাথাবিহীন নারীর খণ্ডিত দেহাংশ রয়েছে। শুধু দেহের অংশ পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নুসরাত

×