
খালের ওপর নির্মিত লোহার ব্রিজের খুঁটির সাথে আটকে থাকা অবস্থায় অজ্ঞাতনামা নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ি সংলগ্ন এলাকার।
শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা সন্ধ্যা নদীর সংযোগ খালের খলিফা বাড়ি সংলগ্ন এলাকার একটি লোহার ব্রীজের খুঁটির সাথে আটকে থাকা অবস্থায় লাশটি দেখে থানা পুলিশকে খবর দেয়।
তবে লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান সেলিম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আবীর