ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে তিন দিনব্যাপী চলছে ’জামাই বউ মেলা’

প্রকাশিত: ১১:৪৫, ২৬ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে তিন দিনব্যাপী চলছে ’জামাই বউ মেলা’

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের রসুলপুরে অনুষ্ঠিত হলো ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী জামাই মেলা। হাজারো মানুষের অংশগ্রহণে মেলা পরিণত হয় উৎসবমুখর জনস্রোতে। নানা বয়সী মানুষ ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলাপ্রাঙ্গণ।

মেলায় আসা এক তরুণ জানান, “মেলায় আমরা বন্ধু-বান্ধবরা এসেছি, কারণ এখনো বিয়ে করিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে বিয়ে হলে বউ নিয়ে আসব—চিন্তা-ভাবনা আছে। আজকে জামাই মেলা, তাই বউ খুঁজতে আসিনি। তবে কালকে যেহেতু বউ মেলা, ইনশাআল্লাহ কালকে বউ খুঁজতে আসব।”

আরেক নারী দর্শনার্থী বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক ঘুরাঘুরি করলাম, আনন্দ পাচ্ছি।” এক শিশুকন্যা খুশি হয়ে জানায়, “আমি চুড়িগুলো কিনেছি, আর হল থেকে পাখা আর একটা দূরবীন কিনেছি।”

মেলায় আসা আরেক নারী বলেন, “এখনো তেমন কিছু কেনা হয়নি। আমার হাজবেন্ড ও ছেলে এসেছে, কিন্তু প্রচণ্ড গরম, ঠিকমতো কেনাকাটা করতে পারছি না—তবে ঘুরে দেখছি।”

এক কিশোরী জানান, “আমি বাবার সঙ্গে মেলায় এসেছি। নৌকা আর নাগরদোলা দেখেছি। খুব ভালো লাগছে।”

গাজীপুর থেকে আসা এক ব্যক্তি জানান, “শুনেছি এটি রসুলপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা। সে উপলক্ষে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক দোকান আছে, মানুষজনও প্রচুর, নতুনত্বও দেখছি। অনেক পছন্দসই জিনিস কিনব ভেবেছি। এর আগে এ ধরনের কোনো আয়োজনে অংশ নিইনি, এবারই প্রথম।”

আরেক ব্যক্তি বলেন, “এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা প্রায় ১৫০ বছরের পুরনো। আমার বাবা, এমনকি দাদার জন্মের আগেও এই মেলা হতো। এখন এটি মূলত রসুলপুর জামাই মেলা নামে পরিচিত। আমাদের আশপাশের ২–৪টি গ্রাম মিলেই এই মেলা হয়।”

রসুলপুরের এই ঐতিহ্যবাহী আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যেখানে পুরনো রীতিনীতি ও আধুনিকতার মেলবন্ধনে প্রাণ পেয়েছে বৈশাখের উৎসব।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=-CYA-XZptJo

আবীর

×