ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

দেশপ্রেম আর ঈমানের জোর অসম্ভবকে সম্ভব করতে পারে, ইসলামের ইতিহাস একথার স্বাক্ষী: আমান আজমী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৩, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৫৪, ২৬ এপ্রিল ২০২৫

দেশপ্রেম আর ঈমানের জোর অসম্ভবকে সম্ভব করতে পারে, ইসলামের ইতিহাস একথার স্বাক্ষী: আমান আজমী

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। ছবিঃ সংগৃহীত

দেশপ্রেম ও ঈমানের দৃঢ়তা মানুষকে এমন সাহস ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে তোলে যে, তা দিয়ে যেকোনো অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। এমনটাই মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। তিনি বলেন, ইসলামের ইতিহাস এই সত্যের সাক্ষ্য বহন করে।

শনিবার (২৬ এপ্রিল) তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

একটি অভিজ্ঞতা স্মরণ করে আযমী বলেন, “২০০৭ সালে আমি তিনবিঘা করিডর পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে বিডিআর-এর একটি বর্ডার আউট পোস্টে (বিওপি) দায়িত্বে ছিলেন এক হাবিলদার, যার অধীনে ছিল মাত্র ১৫ জন সদস্য। বিপরীতে, ভারতের বিওপি-তে সদস্য ছিল ৩০ জন। আমি হাবিলদারকে জিজ্ঞাসা করলাম, ‘যুদ্ধ হলে ওদের সাথে পারবে?’ তিনি এক সেকেন্ডের মধ্যেই বললেন, ‘স্যার, শুধু পারমিশন দেন, ওদের মাটির সঙ্গে মিশিয়ে দিব, ওদের বিওপি দখল করে নিব। শুধু পারমিশন দিয়ে দেখেন।’”

তার এমন আত্মবিশ্বাস দেখে বিস্মিত হয়ে আযমী আরও জানতে চান তার এতটা আত্মনির্ভরতার কারণ। উত্তরে হাবিলদার বলেন, “স্যার, ওরা মদ খাওয়া জাত, ঈমান নাই, সাহসও নাই। ওরা আমাদের গরু খাওয়া মুসলমানদের ভয় পায়।”

এই অভিজ্ঞতা থেকে আযমী উপসংহারে বলেন, “আবার উপলব্ধি করলাম, দেশপ্রেম আর ঈমানের জোর অসম্ভবকে সম্ভব করতে পারে। ইসলামের ইতিহাস একথার স্বাক্ষী।”

এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে এবং অনেকেই এতে অনুপ্রাণিত হয়েছেন।

মুমু

×