
এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন
ঢাকায় আগামী ডিসেম্বরে আয়োজিত হবে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতা। এতে আয়োজক দেশ ছাড়াও ব্রাজিল, নিকারাগুয়া, কলম্বিয়া, আর্জেন্টিনা, হন্ডুরাস, ইতালি, প্যারাগুয়েসহ উপমহাদেশের দুই দেশ পাকিস্তান ও ভারতের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে। দেশের শীর্ষ এভিয়েশান ব্যবসা প্রতিষ্ঠান রিদম গ্রুপ থাকবে এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক। ইভেন্ট স্পট হিসেবে থাকবে হাতিরঝিলই।
শুক্রবার রাজধানীর হাতিরঝিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ ম্যারাথন প্রতিযোগিতার পর এমন তথ্য প্রকাশ করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। এদিন সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্তে এই রান উৎসব শুরু হয়। রান শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উৎসব।
এ আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসান, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হমৌদি, ফিলিপিন্সের রাষ্ট্রদূত নিনা পি কাইংলেট, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরনান্দো ডায়াস ফেরেস, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পানওয়ামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাতশোর বেশি রানার অংশ নেন।
এবার প্রাপ্তবয়স্কদের জন্য সাড়ে সাত কিলোমিটার রান ও দুই কিলোমিটার ফান রান (অপ্রতিযোগিতামূলক দৌড়) অনুষ্ঠিত হয়। সাড়ে সাত কিলোমিটার (পুরুষ) ক্যাটাগরিতে প্রথম এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন। সাড়ে সাত কিলোমিটার (নারী) ক্যাটাগরিতে প্রথম সাদিয়া শাওলিন সিগমা, দ্বিতীয় স্বর্ণা এবং তৃতীয় হয়েছেন ফারজানা।
দুই কিলোমিটার ফান রানের প্রথম হয়েছেন জিসান, দ্বিতীয় অভি ইসলাম এবং তৃতীয় হয়েছেন জহুরুল। বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনের টাইটেল স্পন্সর রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, হাতিরঝিলের চারপাশের পরিবেশটা খুব উৎসবমুখর ছিল। এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের পর্যটনের প্রসারে সবধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বিউটিফুল বাংলাদেশ রানের অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্পন্সর করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। আয়োজনের বিষয়ে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, আয়োজনটি অত্যন্ত উপভোগ্য ছিল। পর্যটনের প্রসারে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি। রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. নাসরীন আক্তার শিমু। এছাড়া পেসার হিসেবে ছিলেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি। রান আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।