ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার

তালের হাতপাখা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ০০:৫৮, ২৬ এপ্রিল ২০২৫

তালের হাতপাখা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

মাগুরায় কর্মব্যস্ত পাখা শিল্পী

গরম পড়ায় মাগুরার পাখা পল্লী বর্তমানে সরগরম। পাখা তৈরি করে স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার। তালের হাতপাখা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। তাদের এক মুহূর্তও অবসর নেই। মাগুরার তৈরি তালের হাতপাখা দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। ফলে দুই শতাধিক পরিবারের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। মাগুরা পাখার মোকামে পরিণত হয়েছে। 
জানা গেছে, জেলার শিবরামপুর, নিজনান্দুয়ালী, সংকচখালী, শত্রুজিৎপুর, আড়পাড়া, বিনোদপুর, পারিয়াট, ধনেশ্বরগাতি প্রভৃতি গ্রামে তালের হাতপাখা তৈরি হয়। এ সমস্ত গ্রামে দুই শতাধিক পরিবার পাখা তৈরির সঙ্গে যুক্ত। প্রথমে তাল পাতা কেটে রোদে শুকিয়ে তার সুতা দিয়ে বাঁশের শলাকা দিয়ে সেলাই করে তৈরি করা হয় এই হাত পাখা। পরে তার ওপর রং করা হয় সুন্দর করার জন্য। 
একজন পাখা শিল্পী জানান, বর্তমানে তালের পাতার সংকট রয়েছে। তারপরও পাতা সংগ্রহ করে এরপর কেটে রোদে শুকাতে হয়। পরে বাঁশের শলাকা, সুতা ও রং দিয়ে পাখা তৈরি করা হয়।     
ফাল্গুন মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত পাখার মৌসুম। একজন শিল্পী প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০টি পাখা তৈরি করতে পারেন। প্রতিটি পাখা তৈরিতে খরচ পড়ে গড়ে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বিক্রি হয় প্রতি পিচ ৫০ টাকা। অন্য জেলা থেকে পাইকাররা এখানে এসে পাখা ক্রয় করে নিয়ে যায়। বর্তমানে গরম পড়ায় পাখা শিল্পীদের এক মুহূর্ত বসার সময় নেই। পাখা শিল্পীদের বেশিরভাগ মহিলা। তারা দৈনিক চারশ’ থেকে পাঁচশ’ টাকা আয় করে থাকেন।

×