
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গনসংযোগ ও দাওয়াতি অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার আদমপুর বাজারে এই গনসংযোগ অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী মৌলভীবাজার -৪ (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।আদমপুর উত্তর চৌমুহনার তৈতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে দক্ষিণ চৌমুহনী কোনাগাঁও সড়ক পর্যন্ত গণসংযোগ করেন৷ পরে আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মণিপুরি জনগোষ্ঠীর একটি প্রাচীন ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হারাওবা’ উৎসবে যোগদান করে বক্তব্য রাখেন সংসদ পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
গণসংযোগ কর্মসূচীতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের পরিচিত ফরম ও পুস্তিকা বিতরণ করা হয়। কর্মসূচীতে আদমপুর বাজারে জনসাধারণ, ব্যবসায়ী- দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা: কাইয়ুম উদ্দিন, কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন কমলগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি মো.আলতাফুর রহমান, আদমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ উদ্দিন ফয়েজ, সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মির্জা, বাইতুল মাল সম্পাদক হাফেজ ইঞ্জিনিয়ার জাবের আল সাবিত, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী ডা: হেলাল হোসেন, মাধবপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাস্টার আব্দুল মুমিন প্রমুখ।
রাজু