ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আজ শনিবার ঢাকায় মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশ

প্রকাশিত: ০০:৩৭, ২৬ এপ্রিল ২০২৫

আজ শনিবার ঢাকায় মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বে সংহতি প্রকাশে আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সায়দাবাদ সংলগ্ন ঐতিহাসিক গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ঐক্য সংহতি সমাবেশ’।

গাজা, ভারত, রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের সমর্থনে এই সমাবেশে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ। ইতোমধ্যে জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীসহ সুন্নি ঘরানার শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জনপ্রিয় ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী।

তিনি বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক যেকোনো আধিপত্যবাদীর বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত।"

আসিফ

×