ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রামগতিতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা: আহত ৬

নিজস্ব সংবাদদাতা, রামগতি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৩:১৬, ২৫ এপ্রিল ২০২৫

রামগতিতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা: আহত ৬

লক্ষ্মীপুরের রামগতিতে শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর ২নং ওয়ার্ড চর ডাক্তার গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রামগতি থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নকুল চন্দ্র মজুমদার। 

অভিযোগ ও ভুক্তভোগি সূত্রে জানা যায়, ওই এলাকার বিজয় চন্দ্র দাসের ছেলে পলক চন্দ্র দাস (৩৮) একই এলাকার নকুল চন্দ্র মজুমদারের কলেজ পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে কু প্রস্তাব দিয়ে আসছে। পেশাগত কাজে বাড়ির বাহিরে থাকার সুযোগে পলক ঘরে প্রবেশ করে তার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে। এতে বাধা দিলে টানা হেচড়া করে ঘরের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে বোন পাখি রানী মুজমদার এগিয়ে এলে তাকেও মারদোর করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে পলক তাকেও চুলের মুষ্টি ধরে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে থাকে। এসময় দু মেয়েকে বাঁচাতে মামা স্বয়ন চন্দ্র শীল এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নকুল। এ সময় দু বোনের শ্লীলতাহানিও করে অভিযুক্ত পলক। এ ঘটনায় ৫জন আহত হয়। আহতরা চিকিৎসাধীন থাকা অবস্থায় বাড়ি ফাঁকা হলে পলকের নেতৃত্বে অন্তর, দীপংকরসহ অজ্ঞাত ৫/৬জন মিলে বাড়িঘরে হামলা এবং লুটপাট করা করা হয়। এ সময় ঘরে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ ১লক্ষ নব্বই হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগীেদের বাবা নকুল চন্দ্র মজুমদার শুক্রবার রামগতি থানায় অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে আমি পরিবারসহ বাড়িতে যেতে পারছি না। অভিযুক্তরা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত পলক জানান, একজন মহিলা রাস্তায় প্রায় বিবস্ত্র অবস্থায় দেখা গেলে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাই আমরা কয়েকজন। এ সময় কে বা কারা আমাদের উপর এলোপাতাড়ি হামলা করে। আমরা ওদের কাউকে চিনিওনা। হামলার অভিযোগ মিথ্যা। 

এ বিষয়ে রামগতি থানার ওসি মো কবির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজু

×