ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পুকুরে ডুবে মৃত্যু, শিশুর লাশ মিলল ৬ ঘণ্টা পর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

প্রকাশিত: ২২:২৮, ২৫ এপ্রিল ২০২৫

পুকুরে ডুবে মৃত্যু, শিশুর লাশ মিলল ৬ ঘণ্টা পর

লালমনিরহাটে পুকুরে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর মিরাজ (৯) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৫ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বালারদিঘি নামক একটি পুকুরে এ ঘটনা ঘটে। শিশু মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার গোলাম মোস্তফার একমাত্র পুত্র সন্তান। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু মিরাজ তার দাদা আফজাল হোসেনের সাথে গরুর ঘাস ধোয়ার জন্য ওই পুকুরে যায়। দাদা ঘাস ধুয়ে বাড়িতে নিয়ে গেলেও পুকুরের কিনারায় পানি নিয়ে খেলতে থাকে মিরাজ। দাদা আফজাল নাতি মিরাজ তার সাথে বাড়িতে না আসায় নাতিকে খুঁজতে আবার পুকুর পাড়ে আসে কিন্তু পুকুর পাড়ে নাতি মিরাজকে আর দেখতে পায়না। তখন তিনি নিশ্চিত হোন তার নাতি পুকুরে ডুবে গেছে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং থানা ও ফায়ার সার্ভিসে কল দেয়। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যায় এবং পুকুরের গভীরতা ৩০/৩৫ ফুট হওয়ায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি নিয়ে আসে। ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালার পর সন্ধার পর শিশু মিরাজের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, দীর্ঘ ৬/৭ ঘন্টা অপেক্ষার পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে উদ্ধারকৃত মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

রাজু

×