ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মাদ্রাসার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:২৪, ২৫ এপ্রিল ২০২৫

মাদ্রাসার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মাদ্রাসার জমি দখল করে নির্মিত অস্থায়ী ঘর

মসজিদের পাশে নির্মিতব্য মডেল মাদ্রাসা ও এতিমখানার জমি দখল করে জোরপূর্বক কতিপয় প্রভাবশালী ঘর নির্মাণ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওই প্রভাবশালীরা মাদ্রাসা ও এতিমখানা নির্মাণের উদ্যোক্তা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী এসএম সানাউল্লাহ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্লগ্রাম এলাকার।
শুক্রবার দুপুরে ওই গ্রামের শিক্ষানুরাগী ও ব্যবসায়ী এসএম সানাউল্লাহ অভিযোগ করে বলেন, সমাজের মুসল্লীদের জন্য নিজ উদ্যোগে এসএ এবং আরএস রেকর্ড মূলে মালিক আমার মরহুমা দাদী সাজু বিবির নামীয় ০.৯২ একর জমির ওপর দীর্ঘদিন পূর্বে বায়তুল জান্নাত নামের পাকা জামে মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু বিএস রেকর্ডের সময় অতিগোপনে প্রতারণার মাধ্যমে স্থানীয় কতিপয় ব্যক্তি ওই জমি তাদের নামে রেকর্ড করিয়ে নেয়।

তিনি আরও বলেন, স্থানীয় সিদ্দিক মৃধার দাদা বশির উদ্দিন মৃধা জীবিত অবস্থায় ১০ শতক জমি মসজিদে দান করেছেন। তার অন্যান্য মেয়েদের অংশ আমি ক্রয় করে এলাকার সাধারণ এবং এতিম শিশুদের উন্নত শিক্ষার জন্য মসজিদের পাশেই মডেল মাদ্রাসা ও এতিমখানা নির্মাণের কাজ শুরু করি।
এসএম সানাউল্লাহ আরও বলেন, এতিমখানা নির্মাণ শুরুর সময় সিদ্দিক মৃধা বাধা প্রদান করে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে অভিযোগ করেন। পরবর্তীতে সালিশী বৈঠকে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যদের উপস্থিতিতে সিদ্দিক মৃধার অভিযোগ ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে সিদ্দিক মৃধা গংরা আদালতে মামলা দায়ের করলেও উপযুক্ত দলিলাদি উপস্থাপন করতে না পারায় আদালতের বিচারক তাদের মামলাটি খারিজ করে দিয়েছেন। 
ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সিদ্দিক মৃধা বলেন, আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ করেছি। আমরা কারও জমি দখল করিনি। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, নির্মিতব্য মাদ্রাসা ও এতিমখানার সামনে জোরপূর্বক ঘর নির্মাণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

×