
ফরিদপুরের সালথা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আলোচনা সভা ও কবি গান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টা থেকে রাত আটটা পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুল দিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে স্থানীয় হাজরাতলা মহা শ্মশানে ধর্মীয় আলোচনা সভা ও কবিগানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় এর সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, বাংলাদেশ মতুয়া সংঘের মহাসচিব শ্রী সাগর ঠাকুর, রামকৃষ্ণ মিশন ফরিদপুর এর সভাপতি শ্রীমৎ স্বামী সুরবানন্দজী মহারাজ, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ। এ সময় অনেক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মীয় আলোচনা করা হয় ও বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভা শেষে কবিগান পরিবেশনের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
রাজু