
রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। একমাস ধরে তাকে প্রশিক্ষণ মহড়াও দেওয়া হয়েছে। ছিনতাইকারী চক্রটি একমাস ধরে ব্যবসায়ীর ওপর নজরদারিও করে আসছিল। গ্রেপ্তার রিক্সাচালকের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিজেও এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রিক্সাচালক মাসুম (৩০)। গ্রেপ্তারের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিক্সাচালক। মাসুমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের বিক্রির টাকা দিলীপ কুমার প্রামাণিকের বাসায় থাকে-এ তথ্য পেয়ে ছিনতাইকারী চক্রটি রবিবার সকালে তাকে লক্ষ্য করে পরিকল্পনা করে। পরিকল্পনামতো কোন রাস্তায় রিক্সা চালাতে হবে, কখন দাঁড়াতে হবে-এসব নিয়ে চালক মাসুমকে মহড়া দেওয়া হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। এক মাস ধরে তারা ওই এলাকায় নজরদারি চালিয়েছে।
প্যানেল