
নড়াইল : চারুনীড়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা ছবি আঁকছে
নড়াইলে শিশু চিত্রশিল্পীদের নিয়ে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের বাঁধাঘাট চত্বরে চারুনীড়, নড়াইলের আয়োজনে ৯ম চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। চিত্রপ্রদর্শনীতে ৫০ খুদে চিত্রশিল্পী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১শ জন অংশগ্রহণ করে। বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন চারুনীড় নড়াইলের আহ্বায়ক নাজমুল হাসান লিজার সভাপতিত্বে সম্মাননা ও পুরস্কার বিতরণে বক্তব্য দেন সরগম সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ আ ন ম নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী প্রমুখ।
প্যানেল