
গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে সিলেট থেকে দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে হোটেলে আটকে রেখে ১৪ দিন পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। কিশোরীদের বাড়ি সিলেট সদরের পিরের বাজার এলাকায়। কিশোরীদের ভাষ্যমতে, তাদের পাশের বাড়ির এক মহিলা তাদের কক্সবাজারে গার্মেন্টসে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে গত ৭ এপ্রিল কক্সবাজারে নিয়ে যায়। সেখানে প্রথমে তার ছেলে ইমনের বাসায় ওঠে। পরদিন তাদেরকে গার্মেন্টসে নেওয়ার নাম করে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় মহিলার ছেলে ইমন। তাদেরকে সেখানে রেখে চলে আসে। তখন তারা এখানে কেন জানতে চাইলে হোটেল স্টাফরা তাদেরকে একটি কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তারপর সেখানে টানা ১৪ দিন তাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এদিকে, মেয়েদের খোঁজ না পেয়ে তাদের পরিবারের পক্ষ থেকে ৯ এপ্রিল শাহপরাণ থানায় জিডি করেন অভিভাবকরা। বিষয়টি জানতে পেরে মহিলার নির্দেশে তার ছেলে কিশোরীদের ছেড়ে দেয়। বৃহস্পতিবার তারা হোটেল থেকে বের হয়ে সিলেটে আসেন।
প্যানেল