ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ২১:২৩, ২৫ এপ্রিল ২০২৫

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ আটক

সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর শরীর থেকে প্রায় ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দ করা হয়েছে।  শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামে। কাস্টমস কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের নির্দেশে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। ফ্লাইটের যাত্রী আলিম উদ্দিনকে সন্দেহজনক আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়। তার শরীর স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।  তিনি জানান, জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে ১.৫ কেজি ও স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে।

প্যানেল

×