
সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর শরীর থেকে প্রায় ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামে। কাস্টমস কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের নির্দেশে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। ফ্লাইটের যাত্রী আলিম উদ্দিনকে সন্দেহজনক আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়। তার শরীর স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে ১.৫ কেজি ও স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে।
প্যানেল