ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করলো সিআইডি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২১:১৫, ২৫ এপ্রিল ২০২৫

উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করলো সিআইডি

ছবি: প্রতীকী

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু স্থানটি রেলের জিআরপি পুলিশের সীমানায়, না চিলাহাটি থানার তদন্ত এলাকার মধ্যে পড়ে—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

পরে নিশ্চিত হওয়া যায় যে, এটি চিলাহাটি তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকা। এরপর সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর মধ্যে খবর দেওয়া হয় রংপুর বিভাগীয় পুলিশের সিআইডি অফিসে। সেখান থেকে একটি টিম এসে মৃত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

চিলাহাটি বাজার এলাকার স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি ট্রেনে চিলাহাটি আসেন। ট্রেন থেকে নেমে তিনি চিলাহাটি বাজারে ঘোরাঘুরি করেন এবং রাতে একটি হোটেলে মাংস দিয়ে ভাত খান।

শুক্রবার সকাল ১০টার দিকে চিলাহাটি রেলগেটের উত্তর পাশে একটি খোলা ঘরে তাকে ঘুমাতে দেখা যায়। দুপুর পর্যন্ত একইভাবে পড়ে থাকতে দেখে মানুষজনের সন্দেহ হয়। কৌতূহলবশত অনেকে তার কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

পরে স্থানীয়রা প্রথমে রেলওয়ের জিআরপি পুলিশ এবং পরে চিলাহাটি তদন্ত কেন্দ্রে খবর দেয়। কিন্তু জায়গাটি রেলের সীমানার মধ্যে, না বাইরে—তা নির্ধারণ করতে কিছুটা সময় লেগে যায়।

চিলাহাটির স্থানীয় রবিউল ইসলাম জানান, ওই ব্যক্তি হোটেলে খাওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার বাড়ি কোথায়। উত্তরে তিনি বলেছিলেন, ‘নওগাঁর আত্রাই (আহসানগঞ্জ রেলস্টেশন)।’ তবে তিনি তার নাম বলেননি। রফিক নামের আরেকজন জানান, ওই বৃদ্ধও তাকে বলেছিলেন যে তার বাড়ি আত্রাই। হিরা নামে এক যুবক বলেন, খুব সকালে হাঁটতে বেরিয়ে তিনি লোকটির সঙ্গে দেখা করেন। লোকটি নাশতা খেতে চাওয়ায় তিনি তার হাতে নাশতার টাকা দিয়েছিলেন।

এদিকে, এলাকার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন জানান, তিনি সিআইডির নম্বর সংগ্রহ করে মৃত ব্যক্তির বর্ণনা দিয়ে রংপুর সিআইডি জোনে খবর দেন। সেখান থেকে এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চিলাহাটি পৌঁছে। তারা মৃত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে সঙ্গে থাকা তথ্যপ্রযুক্তির যন্ত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।

সিআইডি কর্মকর্তা এসআই প্রদীপ রায় জানান, মৃত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে শনাক্তকরণের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম জাহাঙ্গীর আলম, বয়স ২৫ বছর। পিতার নাম জামেদ মণ্ডল। ঠিকানা: গ্রাম—মালিপুকুর, পোস্ট—পাঁচপুর, উপজেলা—আত্রাই, জেলা—নওগাঁ।

ঘটনাস্থলে উপস্থিত চিলাহাটি তদন্ত কেন্দ্রের এসআই একরামুল হক সরকার জানান, আমরা আত্রাই থানায় মৃত ব্যক্তির পরিচয় ও ছবি পাঠিয়েছি। আত্রাই থানা পুলিশ তার পরিবারকে খুঁজে বের করে মরদেহ গ্রহণের জন্য নীলফামারীতে পাঠাবেন। তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। এরপরও মরদেহটি উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত লাশটি হিমঘরে সংরক্ষণ করা হবে।

এম.কে.

×