
জামালপুরে বোরো মৌসুমের এসিআই এর নতুন হাইব্রিড ধান ''আপন'' চাষে অধিক লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকরা।
শুক্রবার ২৫ এপ্রিল বিকালে সদর উপজেলার লাহেড়িকান্দা এলাকায় এসিআই কোম্পানির উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় কৃষক হালিম বলেন, এসি আই এর নতুন জাতের আপন ধানের বীজ রুপন করে আমি আগের অন্য জাতের ধানের তুলনায় এবার আমার ফলন অধিক বেশি হয়েছে। জামালপুর এরিয়া সেলস এক্সিকিউউটিভ মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি'আই এর বিজনেস ডিরেক্টর সীও সুধীর চন্দ্র নাথ।
এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এয়ার ফর্মা লিমিটেডের পরিচালক জিয়াও ল্যাংমু, মিজ জেসমিন, মি: জো, এসি'আই ন্যাশনাল সেলস ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল, জোনাল সেলস ম্যানেজার অলোক চন্দ্র শীল।এ সময় বক্তারা বলেন, আপন জাতের নতুন ধান চাষ করে কৃষকরা বেশি লাভবান হচ্ছেন কারণ আপন ধান লম্বা চিকন জাতের ধান, জীবনকাল ১৪০-১৪৫ দিন, ব্লাস্ট, বিএলবি এবং বিপিএইচ সহনশীল জাত, শীষে চিটা হয় না, একর প্রতি ফলন ৯৫-১০০ মন।
রাজু