
দুই মাস আগে আগের স্বামীকে তালাক প্রদান করে এক মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছিলেন রোকসানা বেগম।
সেই প্রবাসীর স্ত্রী ফরিদপুরের ভাঙ্গার রোকসানা বেগম (৩২) নামক এই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদী গ্রামের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ উপজেলার আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের আক্কাছ সরদারের মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী ইমরান খাঁনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার কন্যা সন্তানের জননী রোকসানা বেগম তার আগের স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে গত দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে বিবাহ করে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার বিকেলে ভাড়া বাসার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানাকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, রোকসানা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজু