ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মসজিদের ইমাম আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২০:০৬, ২৫ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মসজিদের ইমাম আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা অভিযোগে হাবিবুল্লাহ নামে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। শুক্রবার জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাইগ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার লালমাই থানা পুলিশ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই জামে মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ওই ইমামকে আটক করে।

আটক ইমাম হাবিবুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি কয়েক বছর ধরে লোলাই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রতিদিন সকালে গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দেন।

ভুক্তভোগী শিশুটির খালা বিবি খাদিজা সাংবাদিকদের বলেন, মসজিদের পাশেই হুজুরের শয়নকক্ষ। আমি মেয়েটিকে খুঁজতে গিয়ে হুজুরের কক্ষে যাই। গিয়ে দেখি মেয়েটি খাটে শোয়া, হুজুর মেয়েটির উপরে। দুজনেই বস্ত্রহীন। আমি চিৎকার দিলে মেয়েটি হাফপ্যান্ট পরে কক্ষ থেকে বের হয়।

শুক্রবার রাতে লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিব উল্যাহ নামের একজন ইমামকে আটক করা হয়েছে । ভুক্তভোগি শিশুটির বাবা নেই। মা ভিক্ষা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আসিফ

×