
ছবি: জনকণ্ঠ
নীলফামারীর সৈয়দপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ১০ ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের ১০ নং ওয়ার্ডের রেলওয়ে ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে তাকে সৈয়দপুর জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় আটক করা হয়েছে। পরের দিন তাকে নীলফামারী হাজতে প্রেরণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফইম উদ্দিন।
মহসিন/রবিউল