
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামে ২৫ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে আটটায় জমি সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, গারুড়িয়া ইউনিয়নের বালি গ্রামের মৃত নুসরত খান এর পুত্র মতিউর রহমান খানের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আবুল হোসেন খানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কিছুদিন আগে মতিউর রহমান খান বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত উভয়পক্ষকে বিরোধী সম্পত্তি নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশ প্রদান করে।
আদালতের দেয়া নির্দেশ অমান্য করে আবুল হোসেন ভাড়াটে লোকজন নিয়ে বিরোধী ওই সম্পত্তি দখল করে একটি গৃহ নির্মাণের কাজ শুরু করে। এ সময় মতিউর রহমান তার পরিবারের লোকজন নিয়ে গৃহ নির্মাণে বাধা প্রদান করলে আবুল খান তার ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় মতিউর রহমান সহ তার পরিবারের নারী পুরুষ সহ অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলার ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে আবুল হোসেন ও তার পুত্র রায়হানসহ ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন খান বলেন, ওই সম্পদ নিয়ে একাধিক মামলা চলে আমরা আদালত থেকে কয়েকবার রায় পেয়েছি। আমাদের জমিতে আমরা গৃহ নির্মাণ কাজ শুরু করেছি। তারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হামলা হয়। হামলায় আমরাও ৪ জন আহত হয়েছি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: সফিকুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু